আগরতলা, ০৪ এপ্রিল : জি-২০ বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণকারী জি-২০ সদস্যভুক্ত দেশের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা অভয়ারণ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধিদলটি অভয়ারণ্যের রেস্টহাউস অভিসারিকা প্রাঙ্গণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অভয়ারণ্য সফরকালে তাঁদের সাথে বনদপ্তর ও সিপাহীজলা জেলা প্রশাসনের বিভিন্নস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যগণ এদিন সন্ধ্যায় নীরমহল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নীরমহল সফরকালে সাথে ছিলেন বিধায়ক কিশোর বর্মণ এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।
অপরদিকে এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধীগ্রামের অক্সিজেন পার্ক পরিদর্শন করেন জি-২০ সদস্যভুক্ত দেশের প্রতিনিধিগণ। সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পিসিসিএফ কে এস শেঠি, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং বন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। অতিথিগণ প্রথমেই শহীদ দেবীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তারপর তাদের পার্কের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। বন দপ্তরের আধিকারিকরা অক্সিজেন পার্কের প্রেক্ষাপট ও বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। তাদের ত্রিপুরায় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের পারম্পরিক রূপ দেখানো হয় তারা অর্কিডরিয়াম ঘুরে দেখেন। পরিশেষে এক যোগা সেশনে অংশগ্রহণ করেন এবং এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে আগর গাছের চারা লাগান।
তারপর ১০.৩০ টা নাগাদ জি-২০-এর প্রতিনিধিগণ পূর্বাশা পরিদর্শনে যান। সেখানে ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী তাদের স্বাগত জানান। পূর্বাশা কমপ্লেক্সে তাঁদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিগণ পরে সেখানকার স্টলগুলি ঘুরে দেখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন