কৈলাশহর, ০৬ এপ্রিল : ধর্মনগর ভায়া কৈলাশহর প্রবেশদ্বার চিরাকুটি ট্রাই জংকশ্যান এলাকায় প্রায় তিনশ মিটার জায়গা যাতায়াত সড়কের অবস্থা একেবারে নাজেহাল অবস্থায় পরিণত হয়েছে বলে সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ। তাদের আরো অভিযোগ সামান্য বৃষ্টি হলেই এই জায়গা যেন এক প্রকার পুকুরে ন্যায় পরিনত হয় । অথচ ধর্মনগর ভায়া কৈলাশহরে প্রবেশদ্বার এই সড়কটি হচ্ছে প্রধান সড়ক । দিবারাত্র এই সড়ক দিয়ে অ-গণিত যান চলাচল করে, যা এখন কার্যত যা এখন অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর বক্তব্য, যান চলাচল ছাড়াও পায়ে হেঁটে লোকজনের চলাচল কোনো অংশে ঘাটতি নয় এই সড়কে। অফিস চলাকালে এই সড়ক দিয়ে সবচেয়ে বেশি যানজট লেগেই থাকে শুধুমাত্র রাস্তাটির বেহাল অবস্থা হওয়ার কারণে । তাই প্রত্যেকের দাবি সড়কটির সংস্কারের কাজ দ্রুত সম্পন্ম করার । এই জন্য কৈলাশহর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে।
Agartala Book Fair : ৪১তম আগরতলা বইমেলা সমাপ্তি, ১২ দিনে ১ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার ৫৮৫ টাকার বই বিক্রি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন