Unnatural Death : সরমা নদী কেরে নিলো দুই কিশোরীর প্রাণ, ২২ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Unnatural Death : সরমা নদী কেরে নিলো দুই কিশোরীর প্রাণ, ২২ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ

Share This

 


গন্ডাছড়া, ০৯ এপ্রিল : শনিবার বিকেলে গন্ডাছড়া বিশ্বকেতু পাড়ায় সরমা নদীতে তলিয়ে যায় দুই কিশোরী। ওই দুই জনের মধ্যে একজন শিশু অপর জন কিশোরী। তাদের নাম সীমা চাকমা (৭) এবং শান্তি মালা চাকমা (১৫)। ঘটনার পরপরই এলাকার সাধারণ মানুষ এবং গন্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা একাধিক প্রচেষ্টা চালিয়েও ব্যার্থ হয় নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করতে। পরে এনডিআরএফ কর্মীরা রবিবার সকালে উদ্ধার করে দুই কন্যার নিথর দেহ।


উল্লেখ্য সুরমা নদীতে দুই কিশোরীর তলিয়ে যাওয়ার খবর পেয়ে শনিবার  রাতেই আগরতলা থেকে এন ডি আর এফের টিম রওনা হয় গন্ডাছড়া উদ্দেশ্য।  এন ডি আর এফের জওয়ানরা রবিবার  ভোর থেকে তল্লাশি চালিয়ে সাড়ে এগারটা নাগাদ উদ্ধার করে দুই কিশোরীর নিথর দেহ। পুলিশ জানায়, ওই দুই কিশোরীর মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ওই দুই কিশোরীর মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


যানা গেছে ১৫-৭ বছরে দুই এই বোন হাতি মাথা থেকে রামনগর সরনারী পাড়ায় মামার বাড়িতে বেরানোর জন্য গিয়ে ছিল । ঘরের কারো অজান্তে সরমা নদীতে দুই বোন স্নান করতে যায় । শনিবার সন্ধ্যা হয়ে গেলেও দুই বোন ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করে । তখনই পাড়াপরশীদের কাছ থেকে অবগত হন দুই বোন স্নান করতে সরমা নদীতে নেমেছিল । তারপরেই শুরু হয় নদীতে খোঁজাখুঁজি। পরে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুই বোনের নিথর দেহ নদী থেকে উদ্ধার হলে পরিবারের লোকজন সহ আশপাশের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।




উল্লেখ্য এক‌ই রকম আরেকটি মর্মান্তিক ঘটনা লক্ষ্য করা যায় গত রবিবার। আগরতলা লঙ্কামুরা এলাকায় । দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে সন্ধ্যাবেলায় পুকুরের জলের মধ্যে ডুবে মৃত্যু হলো জয় দেবনাথ নামে সাড়ে তিন বছরের এক শিশুর। গত বছর ২রা মে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু কৌশিক দেবরায় নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের। ওই ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর ব্রীজের খোয়াই নদীর জলে। তাই শিশু-কিশোরদের নিয়ে আরও বেশি যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ মহল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad