Post Poll Violence : মৃত্যু ১, নির্বাচনোত্তর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Post Poll Violence : মৃত্যু ১, নির্বাচনোত্তর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব

Share This

 


আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : রাজ্যে নির্বাচনোত্তর হিংসাত্মক ঘটনায় শনিবার রাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনা কল্যাণপুর থানার দ্বারিকাপুর পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম দিলীপ  শুক্ল দাস (৫০)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এলাকার পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাসকে গ্রেফতার করেছে। মৃত ব্যক্তি সিপিআইএম দলের সমর্থক বলে দাবি করা হয়েছে।


এদিকে গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে মুখ্যসচিব জে কে সিনহার উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে রাজ্যের ৮ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত ডিজিপি সৌরভ ত্রিপাঠি, মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতো, সিআরপি'র এডিজি আর শাহী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

এদিনের বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলাশাসক ও পুলিশ সুপারদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপারদের সচেষ্ট থাকতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে নৈশকালীন টহলের ব্যবস্থা করতে হবে। নির্বাচনোত্তর হিংসা দমনে পুলিশ ও জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছে। আর যেন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে সে দিকেও সতর্ক থাকতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতো বৈঠকে বলেন, রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা ও ধলাই জেলায় নির্বাচনোত্তর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে। নিরাপত্তা বাহিনীগুলিকে আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথভাবে ব্যবহার করতে হবে। যেকোনো ঘটনা ঘটলে সাথে সাথে নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে।

 

মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আজ সমস্ত রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে সভা করা হয়েছে। সভায় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।


কল্যাণপুরের ঘটনার বিবরণ দিয়ে পুলিশে জানিয়েছে, কল্যাণপুর থানার দ্বারিকাপুর পঞ্চায়েতে পাওনা গন্ডা নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে শনিবার রাতে  বিবাদে জড়িয়ে পরে এলাকারই দিলীপ শুক্ল দাস (৫০)। নেশাগ্রস্ত হয়ে প্রধানের বাড়িতে হামলা চালায় এবং প্রধানকেও আক্রমণ করে। পাল্টা প্রতিরোধে দিলীপ  শুক্ল দাসের মাথায় আঘাত লাগে। আহত দিলীপ শুক্ল দাসের জিবি হাসপাতালে  মৃত্যু হয়। 


এই মৃত্যুর ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় আগরতলা জিবি হাসপাতাল চত্বরে । সিপিআইএম দলের পক্ষ থেকে তার দেহ দলের সদর দপ্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয় । পরে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা মৃতদেহে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন । পরে পুলিশি প্রহরায় কল্যাণপুরের দ্বারিকাপুরে পাঠানো হয় মৃতদেহ।



CEO Tripura : ভোটের দিন ৬টি বিক্ষিপ্ত ঘটনা এবং ভোট পরবর্তী সময়ে ১৬টি ঘটনা সংগঠিত হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad