Biplab Kumar Deb : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পে রেহাই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Biplab Kumar Deb : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পে রেহাই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২০ ফেব্রুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পে রেহাই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তবে অল্পবিস্তর আহত হয়েছেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। সোমবার দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে হরিয়ানার পানিপথের কাছে হয় এই দুর্ঘটনা ।  তাঁর গাড়ির বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 

এই ঘটনার পরে সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী সময় তিনি নির্ধারিত সূচি মেনেই সেখানে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। দলীয় সূত্রে খবর আগামী দু'একদিনের মধ্যেই রাজ্যে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্তমানে তিনি হরিয়ানার সাংগঠনিক কাজে সেখানে রয়েছেন। বিধানসভার ভোট গণনার দিনে তিনি রাজ্যেই থাকবেন।



Post Poll Violence : মৃত্যু ১, নির্বাচনোত্তর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad