আগরতলা, ২০ ফেব্রুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পে রেহাই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তবে অল্পবিস্তর আহত হয়েছেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। সোমবার দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে হরিয়ানার পানিপথের কাছে হয় এই দুর্ঘটনা । তাঁর গাড়ির বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এই ঘটনার পরে সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী সময় তিনি নির্ধারিত সূচি মেনেই সেখানে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। দলীয় সূত্রে খবর আগামী দু'একদিনের মধ্যেই রাজ্যে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্তমানে তিনি হরিয়ানার সাংগঠনিক কাজে সেখানে রয়েছেন। বিধানসভার ভোট গণনার দিনে তিনি রাজ্যেই থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন