আগরতলা, ২১ ফেব্রুয়ারি : বাংলাদেশ ও বিশ্বের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় বর্ণময় অনুষ্ঠান। এবছর রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানটি আয়োজিত হয় পুরাতন টাউন হলে। মঙ্গলবার সকালে আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে আয়োজিত হয় এক ভাব গম্ভীর অনুষ্ঠান । এতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র আয়োজিত হয়।
এদিকে বিদ্যালয় শিক্ষা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এদিন খোয়াই পুরাতন টাউনহলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা। এর পর ভাষা শহীদ বেদীতে পুষ্পার্ঘ প্রদান করেন জেলাশাসক ডি কে চাকমা সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানের উদ্বোধন করে জেলাশাসক শ্রী চাকমা বলেন, নিজের ভাষাকে আরও বিকশিত করার মধ্য দিয়ে অন্য ভাষাকেও সঠিক মর্যাদা দিতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা উৎপল চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, মাতৃ ভাষাকে আরও বিকশিত করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে দশরথ দেব মেমোরিয়াল কলেজের সহকারি অধ্যাপিকা মনিদ্বীপা দত্ত গুপ্ত মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক।
স্বাগত বক্তব্য রাখেন খোয়াই সরকারি বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন দেববর্মা। সভাপতিত্ব করেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা। অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Biplab Kumar Deb : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পে রেহাই পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন