আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ১৫ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৬ই মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। বুধবার সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ভবতোষ সাহা। তিনি বলেন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৫ই মার্চে থেকে শুরু হয়ে শেষ হবে ১৯শে এপ্রিল । একই রকম ভাবে মাধ্যমিক পরীক্ষা ১৬ই মার্চ থেকে শুরু হয়ে ২৮ শে মার্চ শেষ হবে এবং পরে হবে ভোকেশনাল সাবজেক্ট এর পরীক্ষা।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ১১৬ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন । তবে অন্যান্য বারের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো কম আছে বলে জানান তিনি । তবে তিনি বলেন অন্যান্য বারের তুলনায় এ বছর সমসংখক পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বেশি রয়েছেন । অর্থাৎ উচ্চমাধ্যমিকে অন্যান্য বারের তুলনায় পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী এবার বেশি রয়েছে।
এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং এটেনডেন্স কাম রোল সিট ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে দেওয়া হবে বলে আগেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকল বিদ্যালয় প্রধান, সেন্টার সেক্রেটারি/ সুপারিনটেনডেন্ট এবং ভেনু সুপারভাইজারদের নিজে বা তাঁদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে উপরে উল্লেখিত সময়ের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং এটেনডেন্স কাম রোল সিট পর্ষদ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্যও বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন