উদয়পুর, ২৩ ফেব্রুয়ারি : দুই নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেফতার করা হলো চার অভিযুক্তকে। ঘটনা উদয়পুরের মহারানী এলাকায়। ধৃতদের নাম আজাদ মিয়া (১৯) , আলমগীর হোসেন (২০), রসিদ আলি(২৫) ও রোবেল মিয়া। তাদের বর্তমানে মেলাঘর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তরা প্রত্যেকেই মহারানী ইটভাটা এলাকার বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে উদয়পুর মহকুমার মহারানী এলাকার একটি ইট ভাটা থেকে দুই নাবালিকা কে অপহরন করে নিয়ে যাওয়ার ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। অপহৃত ২ নাবালিকা ঝাড়খণ্ডের রাচির বাসিন্দা বলে পুলিশের বক্তব্য। দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন হিসেবে অভিযুক্তদের নাম ধাম পুলিশকে দেওয়া হয়। অভিযোগ পেয়েই পুলিশ বৃহস্পতিবার মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকা থেকে চারজন কে গ্রেপ্তার করে। এই অপহরণের পেছনে কি মোটিভ রয়েছে, তা জানতে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন