Cabinet Decision : তিন দপ্তরে মোট ২০২৭টি শূন্য পদে নিয়োগে রাজ্য মন্ত্রিসভার সিলমোহর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet Decision : তিন দপ্তরে মোট ২০২৭টি শূন্য পদে নিয়োগে রাজ্য মন্ত্রিসভার সিলমোহর

Share This


 আগরতলা, ২৯ নভেম্বর : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি দপ্তরের জন্য মোট ২০২৭টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শূন্য পদ সৃষ্টি ও পূরণ করা হবে, গ্রামোন্নয়ন দপ্তরে জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল) ১৯৮ জন, শিক্ষা দপ্তরে (এলিমেন্টারি শিক্ষক) ১৫৬৬ জন, বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্পেশাল এডুকেটর  ১১২ জন। এক‌ই সাথে কারা দপ্তরে  ১৫১ টি ওয়ার্ডারের পদ‌ সৃষ্টির সিদ্ধান্ত‌ও গৃহীত  হয়েছে। শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।


 মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১,৫৬৬ টি অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ১,০৯৯টি অস্নাতক শিক্ষক পদ এবং ৪৬৭টি স্নাতক শিক্ষক পদ।  এই অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদগুলি সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া টিআরবিটি'র মাধ্যমে সম্পন্ন করা হবে। 


তাছাড়াও গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পর্যন্ত মন্ত্রী। তিনি বলেন ফিক্সড-পে ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, গ্রামোন্নয়ন দপ্তরে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিগ্রী-১০৫ ও ডিপ্লোমা-৯৩) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। টিপিএসসি'র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।





Health Care : আগরতলার ক্যান্সার হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হলো টোটাল থাইরয়েডক্টমির অস্ত্রোপচার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad