কৈলাশহর, ২৭ অক্টোবর : কৈলাসহর ইরানি থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সংবাদ এর উপর ভিত্তি করে ইরানি থানা এলাকা থেকে জাল টাকা সমেত তিন যুবককে আটক করেছে ইরানি থানার পুলিশ। ধৃত তিন যুবকের নিকট থেকে মোট দশ হাজার পাঁচশ জাল টাকা উদ্ধার করেছে ইরানি থানার পুলিশ।
পুলিশের হাতে ধৃত তিন যুবকের পরিচয়ে জানা গেছে, একজনের নাম মুহিত মিয়া, উরফে মনা, আর দুজন আক্তার আলী এবং সায়ন আলী। তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ইরানি থানার পুলিশ। তিন অভিযুক্তকে কৈলাশহর আদালতে সোপর্দ করা হবে বলে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানি থানার ভারপ্রাপ্ত ওসি অরুনোদয় দাস। শুধু তাই নয়,ধৃত তিন যুবককে পুনরায় রিমান্ড চেয়ে তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই জানিয়েছেন ইরানি থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন