News Gallery / নিউজ গ্যালারী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

News Gallery / নিউজ গ্যালারী

 




আগরতলা, ২৫ আগস্ট : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি  নিযুক্ত হলেন রাজীব ভট্টাচার্য । তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।


আগরতলা, ২৮ জুলাই : বৃহস্পতিবার নয়া ডিজিপি'র দায়িত্ব নিলেন ১৯৮৮ ব্যচের (আইপিএস) অমিতাভ রঞ্জন । তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী ডিজিপি ভি এস যাদপ (আইপিএস)।



আগরতলা, ০৯ জুলাই : এডিসির প্রশাসনিক বিষয় নিয়ে তিপ্রামথার সুপ্রীমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ শনিবার নবনিযুক্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে দেখা করলেন এবং এডিসির সার্বিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরলেন।



আগরতলা, ০৮ জুলাই ২০২২ : মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বিধায়ক পদে শপথ গ্রহণ শেষ হবার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য বিধায়কদের নিয়ে নিজের অফিস কক্ষে অধ্যক্ষ রতন চক্রবর্তী।



আগরতলা , ৭ জুলাই , ২০২২ :  মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ বিকালে খাৰ্চি উৎসব উপলক্ষে চতুর্দশ দেবতা বাড়িতে আসেন । সেখানে তিনি চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করেন । মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খার্চি মেলা কমিটির চেয়ারম্যান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।



০৭ জুলাই, ২০২২ : অভিজিৎ দেবনাথ বাড়ি সাব্রুমের দক্ষিন শ্রীনগর। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে। বৃহস্পতিবার বন্ধুদের সাথে শ্রীনগর এলাকার কাটভাইস্যা নিউ পার্কে নৌকা বিহারে জলে পরে তলিয়ে যায় । প্রায় ৫ ঘন্টা পর NDRF ও দমকল কর্মীরা তল্লাশি চালিয়ে নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনায় গোটা শ্রীনগর এলাকায় জুড়ে শোকের ছায়া বিরাজ করছে । 



০৭ জুলাই ২০২২ : বৃহস্পতিবার থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার বাড়িতে শুরু হচ্ছে রাজ্যের জাতি - জনজাতিদের ঐতিহ্যবাহী মিলন উৎসব খার্চি পুজো। বুধবার বিকেলে চিরাচরিত পরম্পরা অনুযায়ী চৌদ্দ দেবতাকে হাওড়া নদীর স্নান ঘাটে গঙ্গা দর্শনে নিয়ে যাওয়া হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad