Festival Grant : রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বাড়লো উৎসব ভাতা ও অগ্রিম - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Festival Grant : রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বাড়লো উৎসব ভাতা ও অগ্রিম

Share This

 


আগরতলা, ২৮ আগস্ট: রাজ্য সরকার অর্থ দপ্তরের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবর্ষে বিভিন্ন শ্রেণির কর্মচারী ও কর্মীদের জন্য উৎসব ভাতা ও উৎসব অগ্রিমের হার ঘোষণা করল। হেতে দেখা যায় গত বছরের তুলনায় এ বছর কর্মচারীরা ১০০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত উৎসব ভাতা বর্ধিত খারে পাচ্ছেন। বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার গ্রুপ–সি ও গ্রুপ–ডি কর্মী, পেনশনভোগী এবং সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতদের জন্য উৎসব ভাতা নির্ধারিত হয়েছে ২,১০০ টাকা। একইসঙ্গে দৈনিকভিত্তিক কর্মী (ডিআরডব্লিউ) যারা অর্থ দপ্তরের পূর্বানুমোদনে নিযুক্ত হয়েছেন, তারাও ২,১০০ টাকা পাবেন।

অন্যদিকে, আঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, হোমগার্ড, এসপিও, এবং অর্থ দপ্তরের অনুমোদিত আংশিককালীন ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার ২,৩১০ টাকা করে উৎসব ভাতা পাবেন। তবে আংশিককালীন অনিয়মিত পাম্প অপারেটররা (PWD-DWS ও RD পঞ্চায়েত বিভাগে নিযুক্ত) ১,০৫০ টাকা ভাতা পাবেন।


উৎসব ভাতা বছরে একবার, এক কিস্তিতে এবং শুধুমাত্র একটি উৎসব উপলক্ষে পাওয়া যাবে। নির্দিষ্ট উৎসবগুলির মধ্যে রয়েছে দুর্গাপূজা, গরিয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ-উল-ফিতর, ঈদ-উজ-জুহা, খ্রিস্টমাস, বাংলা নববর্ষ, গুরু নানকের জন্মদিন ও মহাবীর জয়ন্তী।


এছাড়াও উৎসব অগ্রিমের শর্তাবলি ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী বহাল থাকবে। সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে নিশ্চিত করতে হবে যে, কোনো কর্মী একাধিকবার ভাতা বা অগ্রিম গ্রহণ করেননি এবং পূর্ববর্তী অগ্রিম সম্পূর্ণ ফেরত দেওয়া হয়েছে।

অর্থ দপ্তরের নির্দেশে উল্লেখ করা হয়েছে, কোনো প্রশাসনিক দপ্তরকে আলাদা প্রস্তাব পাঠাতে হবে না। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে। এর ফলে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী ও কর্মীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।




Criminal Activities : বামুটিয়ায় প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad