নতুন দিল্লি, ১ অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত এক কিস্তি মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের জন্য মহার্ঘ ভাতা রিলিফ (ডিআর) বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। এই বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহার্ঘ ভাতা ও রিলিফ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বেসিক বেতন ও পেনশনের ৫৮ শতাংশে উন্নীত হলো।
মূল্যবৃদ্ধির চাপ সামলাতে কর্মচারী ও অবসরপ্রাপ্তদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। সরকারের হিসাবে, এই সিদ্ধান্তে প্রায় ৪৯.১৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭২ লক্ষ পেনশনার উপকৃত হবেন।
অর্থ মন্ত্রকের হিসাব অনুযায়ী, ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের উপর বার্ষিক আর্থিক বোঝা দাঁড়াবে প্রায় ১০,০৮৩.৯৬ কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয় সত্ত্বেও কর্মচারী ও পেনশনারদের জীবনযাত্রার মান বজায় রাখতে সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য যে, মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের গৃহীত সেই ফর্মুলার ভিত্তিতেই করা হয়েছে, যা সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত। প্রতি বছর নির্দিষ্ট সময় অন্তর বাজারদরের ওঠাপড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা সমন্বয় করে থাকে।
বেতনভুক্ত কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত পেনশনার – দুই শ্রেণির কাছেই এই বৃদ্ধি এক বড় স্বস্তির খবর হিসেবে ধরা হচ্ছে। কেন্দ্রীয় কর্মচারী মহল মনে করছে, সাম্প্রতিক মূল্যস্ফীতির প্রভাব কিছুটা হলেও কমাতে এই সিদ্ধান্ত সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কর্মীদের আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন