![]() |
| সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত আড়ালীয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। |
আগরতলা, ০২ অক্টোবর : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত আড়ালীয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাত থেকেই এলাকাজুড়ে কর্ডন করে যৌথ অভিযান চালায় জেলা পুলিশ, এনসিবি (Narcotics Control Bureau), এসটিএফ (STF) ও বিএসএফ (BSF)। অভিযানে রাস্তার পাশে ঢাকা অবস্থায় রাখা একটি হুন্ডাই ইয়ন প্রাইভেট কার (নম্বর TR03E0798) ঘিরে ফেলে বাহিনী। গাড়িটির ভেতর থেকে একাধিক পার্সেলে লুকোনো বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়।
সূত্রের খবর, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকা। তদন্তে নেমে এনসিবি জওয়ানরা সংশ্লিষ্ট নেশা চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। গাড়িটি কার নামে রেজিস্টার্ড এবং কোথা থেকে সামগ্রী বোঝাই করা হয়েছিল, সে দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই মাদকদ্রব্য মজুত করা হয়েছিল।
অন্যদিকে, একই রাতে নবমীর সন্ধ্যা ঘিরে যাত্রাপুর থানার পুলিশও বড়সড় সাফল্য অর্জন করেছে। অভিযানে একটি অটো গাড়ি আটক করে পুলিশ, যাতে বোঝাই অবস্থায় দুইটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয়। ড্রামের ভেতরে ছিল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। অটোচালককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই উৎসবের মরশুমকে সামনে রেখে মাদকচক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই সীমান্ত লাগোয়া অঞ্চল এবং গ্রামীণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সোনামুড়া ও যাত্রাপুর থানার যৌথ পদক্ষেপে যে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে, তাতে প্রশাসনের সজাগ ভূমিকার পরিচয় মিলেছে।
এদিকে জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, উৎসবের সময় যাতে নেশা চক্রের কার্যকলাপ মাথাচাড়া না দেয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি আশ্বাস দেন।
Union Cabinet Decisions : কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনারদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন