আগরতলা, ০৫ জানুয়ারি : চরম শৈত্যপ্রবাহের কারণে রাজ্য জুড়ে সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সরকারি, সরকার-পোষিত ও বেসরকারিভাবে পরিচালিত সমস্ত স্কুল আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। তীব্র ঠান্ডার প্রভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এদিকে অভিভাবকদের শিশুদের যথাযথ উষ্ণ পোশাক পরানো ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
এদিকে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিন ধরেই আগরতলাসহ গোটা রাজ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন ঘটেছে। সোমবার আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবারের পূর্বাভাস ও ঘন কুয়াশার সতর্কতা
আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবারও কনকনে শীতের আমেজ বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো কুয়াশা। দপ্তর থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
পাঁচ জেলায় বিশেষ সতর্কতা (Warning)
ত্রিপুরার পাঁচটি জেলার জন্য আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা জারি করেছে। জেলাগুলি হলো- পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা। এই জেলাগুলির বিচ্ছিন্ন কিছু এলাকায় অত্যন্ত ঘন কুয়াশা (Dense Fog) হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ১৯৯ মিটার থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে নেমে আসতে পারে। রাত থেকে ভোর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা থাকায় গাড়ি চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Picnic Tregedy : নারিকেল কুঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা- নিখোঁজ ১, সিপাহিজলায় পুলিশের হাতে আটক ৩


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন