আগরতলা, ০৪ জানুয়ারি : অমরপুরের নারিকেল কুঞ্জে নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যার আগে নারিকেল কুঞ্জ এলাকায় একটি নৌকা থেকে জলে পড়ে এক যুবক নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলিপ্যাড সংলগ্ন এলাকায় কুল বড়ই বিক্রি করে বাড়ি ফেরার সময় ওই ব্যক্তি নৌকা থেকে অসাবধানতাবশত জলে পড়ে তলিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজের বয়স ও পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়েছে—প্রাথমিকভাবে তাঁকে নাবালক বলা হলেও পরে ২২ বছরের যুবক বলেও উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ উঠেছে, সন্ধ্যার পর ঘটনার খবর মিললেও উদ্ধারকাজে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক তৎপরতা চোখে পড়েনি। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। তবে রাত হওয়ায় অভিযানে সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে নতুন করে তল্লাশি শুরু করবে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন।
অপরদিকে, সিপাহিজলা জেলার একটি পিকনিক স্পটে পুলিশের সঙ্গে বচসার জেরে এক স্বাস্থ্যকর্মীসহ তিনজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশ্রামগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মী কিষাণ সরকার। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ঘনিয়ে আসার পর নিরাপত্তাজনিত কারণে পিকনিক স্পট খালি করার নির্দেশ দেওয়া হলেও তাঁরা তা মানতে অস্বীকার করেন। অভিযোগ, তাঁরা উল্টে নিজেদের প্রভাব ও ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ তিনজনকেই আটক করে থানায় নিয়ে যায়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন