Tripura Administration : রাজ্যে প্রশাসনিক মাঝারি স্তরে বড়সড় রদবদল, দ্বায়িত্ব বাড়লো ৭ জন টিসিএস আধিকারিকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Administration : রাজ্যে প্রশাসনিক মাঝারি স্তরে বড়সড় রদবদল, দ্বায়িত্ব বাড়লো ৭ জন টিসিএস আধিকারিকের

Share This


 আগরতলা, ২৫ আগস্ট : ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে একাধিক ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে। রাজ্যপালের আদেশে এই বদল কার্যকর হয়েছে  এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোঃ হাবিজ উদ্দিন (টিসিএস গ্রেড-I)-কে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কার্যালয় থেকে বদলি করে দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক ও কালেক্টর (পিপিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শ্রী ডেভিড এল. হালাম (টিসিএস গ্রেড-I)-কে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয় থেকে স্থানান্তরিত করে অতিরিক্ত এসডিএম, ধর্মনগর পদে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রী সন্তনু বিকাশ দাস (টিসিএস গ্রেড-I), যিনি আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাঁকে সোনামুড়ার অতিরিক্ত এসডিএম পদে নিয়োগ করা হয়েছে।
 


বদলির এই তালিকা অনুযায়ী শ্রী কমল দেববর্মা (টিসিএস গ্রেড-I)-কে গোমতী জেলা শাসকের কার্যালয় থেকে বদলি করে শান্তিরবাজারের অতিরিক্ত এসডিএম, পদে পাঠানো হয়েছে। এক‌ইসাথে শ্রীমতি পামেলা সাহা (টিসিএস গ্রেড-II)-কে বিশালগড় এসডিএম কার্যালয় থেকে বদলি করে অতিরিক্ত এসডিএম, জিরানিয়া পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, শ্রী ধৃতি শেখর রায় (টিসিএস গ্রেড-II), যিনি মোহনপুর আরডি ব্লকের বিডিও পদে দায়িত্বে ছিলেন, তাঁকে বদলি করে মোহনপুরের অতিরিক্ত এসডিএম পদে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, শ্রী গোপাল কৃষ্ণ দত্ত (টিসিএস গ্রেড-II)-কে মোহনপুরের অতিরিক্ত বিডিও, পদ থেকে এখন সরাসরি এই ব্লকের বিডিও পদে নিয়োগ করা হয়েছে।


সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজে গতি আনা এবং জনস্বার্থে সেবা প্রদানের মানোন্নয়নের লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলার বিভিন্ন স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।





Teachers Day : জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫-এ ত্রিপুরার বিদিশা মজুমদার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad