নয়াদিল্লি, ২৫শে আগস্ট : শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ আজ ঘোষণা করেছে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫-এর নির্বাচিত শিক্ষকদের নাম। এ বছর ত্রিপুরা থেকে হরিআনন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুল, গোমতী জেলার শিক্ষিকা বিদিশা মজুমদার এই গৌরবময় সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন।
আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হবে জাতীয় শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠান। এদিন নির্বাচিত শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে সম্মানপত্র, ৫০ হাজার টাকার নগদ পুরস্কার এবং একটি রৌপ্য পদক।
শিক্ষক-শিক্ষিকাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে দিল্লির ‘দ্য অশোক’ হোটেলে। ৩রা সেপ্টেম্বর বিকেল ৫টায় হোটেল অশোকে একটি ব্রিফিং সভারও আয়োজন করা হবে। ৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিজয়ীরা দিল্লিতে থাকবেন বলে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তরফে পরিচালক ভগবত প্রসাদ কালাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরস্কার প্রাপকদের মোবাইল নম্বর ও ই-মেইলের মাধ্যমে নিয়মিত তথ্য পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষক পুরস্কার দেশের কৃতি শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে প্রতিবছর প্রদান করা হয়। এ বছর ত্রিপুরার শিক্ষিকা বিদিশা মজুমদারের নাম যুক্ত হওয়ায় রাজ্যে আনন্দের সঞ্চার হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন