Road Accident : জোলাইবাড়ি–বিলোনিয়া সড়কে দুই বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল তিন যুবকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : জোলাইবাড়ি–বিলোনিয়া সড়কে দুই বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল তিন যুবকের

Share This

 


আগরতলা, ০৩ ডিসেম্বর : জোলাইবাড়ি–বিলোনিয়া বিকল্প জাতীয় সড়কের পশ্চিম পিলাক কলোনি এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল তিন যুবক। মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম পিলাকের মুকেশ ত্রিপুরা (১৬), মধ্য পিলাকের বিপ্লব শীল শর্মা এবং পশ্চিম পিলাকেরই প্রসন্ন দত্ত। স্থানীয়দের বর্ণনায় জানা গেছে, বুধবার বিকেল নাগাদ প্রচণ্ড শব্দ শুনে এলাকাবাসী বেরিয়ে এসে রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা বাইক ও তিন যুবকের দেহ দেখতে পান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


অন্যদিকে, কমলপুর–আমবাসা সড়কের হালহালি চল্লিশ ফুটি সেতুর কাছে ঘটে গেল আরেক বিপত্তি। হালহালি দিক থেকে আসা একটি আল্টো গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে গিয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন এক ছাত্র এবং তার সঙ্গে আরও কয়েকজন ছাত্র ছিলেন। রাস্তার ধারেকাছে ভেঙে পড়া একটি গাছ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুললেও, সৌভাগ্যবশত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা সবাই প্রায় অক্ষত অবস্থায় রক্ষা পান। ঘটনার পর এলাকাবাসী রাস্তায় ভেঙে পড়া গাছ অপসারণ ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।


এদিকে কৈলাসহর আদালত চত্বরেও ঘটল আরেক দুঃসংবাদ। বেপরোয়া একটি অটোর ধাক্কায় গুরুতর জখম হন আদালতের এক কর্মী। সহকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত প্রাঙ্গণে দিন দিন বাড়ছে বিশৃঙ্খল যানচলাচল। নিরাপত্তাহীন পরিবেশে প্রতিদিন কাজ করতে হচ্ছে কর্মীদের। এ ঘটনার পর তারা আদালত চত্বরে নিরাপত্তা জোরদার, ট্রাফিক শৃঙ্খলা ফেরানো এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


একদিনে রাজ্যের তিন স্থানে পরপর এমন দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। নিরাপদ সড়কব্যবস্থা, দ্রুত নজরদারি ও সচেতনতার ওপর নতুন করে জোর দেওয়ার আহ্বান উঠেছে বিভিন্ন মহল থেকে।





Health Care : রাজ্যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে তোলার উদ্যোগ শুরু, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক থেকে মিলেছে ১৪০ কোটি টাকা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad