আগরতলা, ২৬ আগস্ট : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC) আগামী কয়েক মাসে অনুষ্ঠিতব্য বিভিন্ন নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন দপ্তরে শূন্য পদে লিখিত পরীক্ষা, প্রধান পরীক্ষা এবং সাক্ষাৎকার/ব্যক্তিত্ব পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, শিল্প ও বাণিজ্য দপ্তরের (আইটি) সিনিয়র ইনফরমেটিক্স অফিসার পদে সাক্ষাৎকার/ব্যক্তিত্ব পরীক্ষা হবে ১৫ অক্টোবর, ২০২৫। নির্বাচন দফতরের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার পদে সাক্ষাৎকার নেওয়া হবে যথাক্রমে ২৯ অক্টোবর, ২০২৫। একই দিনে এই দুই পরীক্ষার আয়োজন হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী গৃহ প্রশাসন (GA-P&T) দপ্তরের অধীনে বিভিন্ন পদে সম্মিলিত প্রতিযোগিতা পরীক্ষার প্রধান পরীক্ষা নেওয়া হবে ১০ নভেম্বর, ২০২৫। অন্যদিকে, সরকারি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর এবং মৎস্য দপ্তরের ফিশারি অফিসার পদে সাক্ষাৎকার হবে ২৪ নভেম্বর।
অন্যদিকে গৃহ দপ্তরের অধীন প্রসিকিউশনের ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর, ২০২৫। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি অফিসার পদে পরীক্ষা হবে ১১ জানুয়ারি, ২০২৬ এবং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লিখিত পরীক্ষা হবে ১৮ জানুয়ারি, ২০২৬।
এছাড়া, যুব বিষয়ক ও ক্রীড়া (YAS) দপ্তরের ইউথ অর্গানাইজার পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৬। পাশাপাশি, গৃহ প্রশাসন (GA-P&T) দপ্তরের অধীনে সম্মিলিত প্রতিযোগিতা পরীক্ষার প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ মার্চ, ২০২৬।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত কর্মসূচি ও নির্দেশিকা শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে প্রয়োজনবোধে পরীক্ষার তারিখ পরিবর্তন বা পুনর্নির্ধারণ করার অধিকার কমিশন সংরক্ষণ করেছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন