Criminal Activities : বামুটিয়ায় প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Criminal Activities : বামুটিয়ায় প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল

Share This


 আগরতলা, ২৮ আগস্ট: রাজধানী লালুয়া এলাকায় ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোরের দল। ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজার এলাকায়। বাড়ির মালিক প্রিয়তোষ রায় এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার সঙ্গে জড়িত দুই কুখ্যাত চোর রাজধন সরকার ও সুহিল সিনহার নাম সামনে এসেছে। তাদের দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজধন সরকার অতীতে বাংলাদেশি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জি.আর.পি.এস আগরতলার হাতে গ্রেফতার হয়েছিলেন। এমনকি তালতলা বাজার এলাকায় বৃদ্ধ মহিলাদের কাছ থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার পুলিশের কাছে এই দুই চোরের নামে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। চুরির ঘটনার পর এলাকাবাসী পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তুলেছেন।


বর্তমানে পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপর হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে নাগাদ রাজধন সরকার ও সুহিল সিনহাকে গ্রেফতার করা সম্ভব হবে, সেটাই এখন দেখার বিষয়। এলাকাবাসীর আশা, দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad