উদয়পুর, ০৬ জানুয়ারি : অমরপুরে জাল ভারতীয় নোট পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অমরপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকার জাল ভারতীয় নোট। এই ঘটনাকে কেন্দ্র করে অমরপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলার নাম প্রণিতা ত্রিপুরা। অভিযোগ, তিনি অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন ধরে জাল নোট পাচার ও সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বীরচন্দ্র জমাতিয়া ও প্রভাবরি জমাতিয়া নামে দুই ভারতীয় যুবক।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই দু’জন দীর্ঘদিন ধরেই জাল নোট চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং স্থানীয় স্তরে নোট সরবরাহের কাজ করত।
অভিযানের সময় বিপুল পরিমাণ জাল নোটের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথি ও একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলি পরীক্ষা করে জাল নোট চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের পরিচয়, যোগাযোগের মাধ্যম এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, এই চক্রের শিকড় রাজ্যের বাইরেও বিস্তৃত এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথা থেকে জাল নোট সংগ্রহ করা হচ্ছিল এবং কীভাবে তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছিল—এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের পর্দাফাঁস করা হবে। তদন্ত সম্পূর্ণ হলে এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন