Maha Kumbha : শিব চতুর্দশীতেই ১৪৪ বছর পর এক দুর্লভ মুহূর্তে মহাকুম্ভের অন্তিম দিন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Maha Kumbha : শিব চতুর্দশীতেই ১৪৪ বছর পর এক দুর্লভ মুহূর্তে মহাকুম্ভের অন্তিম দিন

Share This


 নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভের আজ অন্তিম দিন। মহাশিবরাত্রির পুণ্যলগ্নে সংগমে অমৃত স্নান সারছেন লক্ষ লক্ষ মানুষ। গত ১৩’ই জানুয়ারী থেকে শুরু হওয়া এই মেলায় ৬’সপ্তাহের বেশী সময় ধরে ইতিমধ্যেই স্নান সেরেছেন প্রায় ৬৫ কোটি পুণ্যার্থী। ১৪৪ বছর পর এক দুর্লভ মুহূর্তে মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। যাবতীয় বন্দোবস্ত নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ নিয়েছে। স্নান সেরে ঘরে ফেরা ভক্তদের জন্য সড়ক ও রেলপথে অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলিতে মোতায়েন রয়েছে জাতীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী। পুলিশ ও স্বেচ্ছা সেবকের দল রেডিও প্রোগ্রাম ও লাউড স্পিকারের মাধ্যমে জনগণকে মেলা সম্পর্কে নানা তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে। প্রতি ১০মিনিট অন্তর বাস চালিয়ে যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের মহা নির্দেশক প্রশান্ত কুমার তাঁর বাহিনীর এতোদিনের পরিশ্রমের প্রশংসা করেন।


এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রির পুণ্য তিথিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সবার জন্য ভগবান মহাদেবের আশীর্বাদ এবং ভারত যাতে নিরন্তর উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, তার প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষ দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য ভগবান শিবের কাছে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রার্থনা জানান।




State Credit Seminar : আগরতলায় নাবার্ড আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারের উদ্বোধনে রাজ্যপাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad