Biju Festival : ছাওমনুতে ১৩-১৭ এপ্রিল ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলার প্রস্তুতি বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Biju Festival : ছাওমনুতে ১৩-১৭ এপ্রিল ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলার প্রস্তুতি বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে ৫১তম রাজ্যভিত্তিক বিজু মেলা ও উৎসব। ৫দিনব্যাপী রাজ্যভিত্তিক এই উৎসব শেষ হবে ১৭ এপ্রিল। ছাওমনু বিজু মেলা মাঠে এই উৎসবের আয়োজন করা হবে। বৃহস্পতিবার লংতরাইভ্যালি মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও চাকমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।


সভায় শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, চাকমা জনগোষ্ঠীর অন্যতম উৎসব হচ্ছে এই বিজু উৎসব। এই উৎসবকে সংস্কৃতির মেলবন্ধনের উৎসব হিসেবে তুলে ধরার জন্য রাজ্যের প্রত্যেকটি জেলা সহ প্রতিবেশি রাজ্যগুলি থেকেও সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এই উৎসব আয়োজনে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।





Maha Kumbha : শিব চতুর্দশীত‌ই ১৪৪ বছর পর এক দুর্লভ মুহূর্তে মহাকুম্ভের অন্তিম দিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad