Sports Goods Distribution : বিভিন্ন জেলার ১০টি স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ওবিসি কল্যাণ মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Sports Goods Distribution : বিভিন্ন জেলার ১০টি স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ওবিসি কল্যাণ মন্ত্রী

Share This

 


আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এই সম্প্রদায়ের মহিলাদের ব্যবসা ও ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল তৈরির কাজও দ্রুত এগিয়ে চলেছে। শুক্রবার ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার ১০টি স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন। 


উল্লেখ্য, ওবিসি অংশের ছাত্রছাত্রী বেশি এমন ১০টি স্কুলকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে লেইক চৌমুহনীস্থিত এসটি, এসসি, ওবিসি কর্পোরেশন অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওবিসি কল্যাণ মন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে। রাজ্যের স্বসহায়ক দলের মহিলা সদস্যাগণ লাখপতি দিদিতে পরিণত হচ্ছেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মৃণালকান্তি নাথ। স্বাগত বক্তব্য রাখেন ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, রাণীরগাঁও ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আমতলী হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, ধলাই জেলার কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, গোমতী জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ আরসি হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, সিপাহীজলা জেলার পূর্ব লক্ষ্মীবিল হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, উনকোটি জেলার ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয় এবং খোয়াই জেলার তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ছাত্রছাত্রীদের খেলার জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য অতিথিগণ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad