আগরতলা, ৩ অক্টোবর : মায়ের গমন উপলক্ষে আগরতলা শহরে আগামী কাল ব্যাপক যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হচ্ছে। দুর্গা প্রতিমার বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আরক্ষা প্রশাসন বিশেষ নির্দেশিকা জারি করেছে। শনিবার দুপুর ২টা থেকে লায়ন্স গেট (উজ্জয়ন্ত প্রাসাদ) থেকে দশমিঘাট পর্যন্ত রাস্তা শুধুমাত্র প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার হবে। এই রুটের মধ্যে জ্যাকসন গেট, কামান চৌমুহানি, সূর্য চৌমুহানি, পোস্ট অফিস চৌমুহানি, প্যারাডাইস চৌমুহানি এবং বটতলা পর্যন্ত গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিশেষ ট্রাফিক নির্দেশিকায় এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে— নগরেজলা, বটতলা, দশমিঘাট, জয়পুর, অগুন্তুক ক্লাব, জয়নগর অফিস লেন, ফায়ার সার্ভিস চৌমুহনি, আইজিএম চৌমুহনি, বিরেন্দ্র ক্লাব মোড়, গান্ধিঘাট, আইজিএম হাসপাতালের পিছনের রাস্তা, আরএমএস চৌমুহনি, মধ্যাপাড়া রোড, ওরিয়েন্ট চৌমুহনি, জ্যাকসন গেট, গোল বাজার, লালমাটিয়া ক্রসিং, নেতাজি চৌমুহনি, পুরাতন মোটর স্ট্যান্ড, গণরাজ চৌমুহনি, উইমেনস কলেজ, টাউন হল, আরএস ভবন ক্রসিং এবং বিকে চৌমুহনি।
তবে জরুরি রোগী পরিবহন, এয়ারপোর্ট যাত্রী ও রেলযাত্রীদের জন্য আলাদা সড়ক নির্ধারণ করা হয়েছে। হাপানিয়া থেকে এডি নগর, ফায়ার সার্ভিস চৌমুহনি হয়ে জিবিপি হাসপাতাল এবং আইএলএস পর্যন্ত গাড়ি চালানো যাবে। একইভাবে জিবিপি হাসপাতাল থেকে আইএলএস হয়ে আইজিএম হাসপাতালের সড়কও খোলা রাখা হয়েছে। এয়ারপোর্ট ও রেলযাত্রীদেরকে বিশেষ স্টিকার লাগিয়ে বৈধ টিকিট বা বোর্ডিং পাস সঙ্গে রাখতে হবে।
বিশেষ ট্রাফিক নির্দেশিকায় আরওট উল্লেখ করা হয়েছে ভিআইপি যানবাহনের জন্য উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। সাধারণ মানুষের গাড়ি রাখার জন্য আইজিএম চৌমুহনি থেকে আরএমএস চৌমুহানি, বটতলা টিআরটিসি কমপ্লেক্স ফ্লাইওভার, গান্ধিঘাট থেকে রামকৃষ্ণ মিশন সংলগ্ন গঙ্গাইল রোড এবং পূর্ব আগরতলা থানার পেছনের এলাকা নির্ধারণ করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, দুর্গা প্রতিমার শোভাযাত্রা ও বিসর্জনের দিন শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, তার জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থাও গৃহীত হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন