![]() |
খোয়াই, ৪ অক্টোবর : খোয়াই জেলার বাইজালবাড়ি থানার পুলিশের তৎপরতায় ফের বড় সাফল্য মিলল। নেশা বিরোধী অভিযানে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে এই অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রায় চার মাস আগে নবগঠিত বাইজালবাড়ি থানার প্রথম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যুগল কিশোর ত্রিপুরা। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর নেতৃত্বে ধারাবাহিকভাবে নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। ইতিমধ্যেই ২০টিরও বেশি সফল অভিযান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি বিশেষ দল তল্লাশি অভিযান চালায়। অভিযানে বিশাল এলাকার গাঁজা চাষ ধ্বংস করা হয়। পুলিশের এই তৎপরতায় স্থানীয় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় মহল পুলিশ প্রশাসনের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে। নেশামুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে পুলিশের এই ধারাবাহিক উদ্যোগ আগামী দিনে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
Traffic Advisory : মায়ের গমন উপলক্ষে আগরতলা শহরে জারি থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন