Viksit Bharat : দিল্লির ভারত মন্ডপে অনুষ্ঠিত হবে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর সমাপনী অধিবেশন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Viksit Bharat : দিল্লির ভারত মন্ডপে অনুষ্ঠিত হবে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর সমাপনী অধিবেশন

Share This


 নতুন দিল্লি, ১০ জানুয়ারি : জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে আগামী ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা নাগাদ নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর সমাপনী অধিবেশন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি


অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩,০০০ জন তরুণ-তরুণী এবং আন্তর্জাতিক প্রবাসী যুব প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা দশটি বিষয়ভিত্তিক ট্র্যাকের আওতায় দেশের উন্নয়ন সংক্রান্ত নিজেদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কার্যকর প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন।


এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’ উপলক্ষে রচিত নির্বাচিত প্রবন্ধ নিয়ে তৈরি একটি প্রবন্ধ সংকলন প্রকাশ করবেন। এই সংকলনে ভারতের উন্নয়ন অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি জাতি গঠনের লক্ষ্য নিয়ে তরুণদের চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে।


উল্লেখ্য, ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ’ বর্তমানে দ্বিতীয় সংস্করণে পদার্পণ করেছে। এটি এমন একটি জাতীয় মঞ্চ, যেখানে দেশের যুবসমাজের সঙ্গে জাতীয় নেতৃত্বের কাঠামোবদ্ধ সংলাপ গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে যে রাজনৈতিক দলনিরপেক্ষ এক লক্ষ যুবক-যুবতীকে রাজনীতির সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন, এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজিত এই ডায়ালগে দেশের বিভিন্ন স্তরে ৫০ লক্ষেরও বেশি যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন। জাতীয় পর্যায়ে পৌঁছনো তরুণ নেতাদের নির্বাচন করা হয়েছে একটি কঠোর ও মেধাভিত্তিক তিন ধাপের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে—জাতীয় ডিজিটাল কুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা এবং রাজ্যস্তরের ভিশন উপস্থাপনা।


দ্বিতীয় সংস্করণে বেশ কিছু নতুন সংযোজন এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। এর মধ্যে রয়েছে ‘ডিজাইন ফর ভারত’, ‘টেক ফর বিকশিত ভারত—হ্যাক ফর এ সোশ্যাল কজ’, বিস্তৃত বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক অংশগ্রহণ। এই সব উদ্যোগ মিলিয়ে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’ দেশের যুবশক্তিকে জাতি গঠনের মূল স্রোতে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।





Swadeshi Mela : আগরতলায় স্বদেশী মেলা ২০২৬ এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad