![]() |
| টানা রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দার্জিলিং জেলার মিরিক ও সুখিয়াপোখর এলাকায় ভূমিধসের জেরে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু। |
কোলকাতা, ০৫ অক্টোবর : টানা রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দার্জিলিং জেলার মিরিক ও সুখিয়াপোখর এলাকায় ভূমিধসের জেরে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিপাত ও ধসের কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দার্জিলিংয়ের মিরিকের সৌরিনীতে বড় ধস নেমে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে এবং ধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
অবিরাম বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেবক সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরে নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ওই সড়ক। ট্রেন চলাচলও আংশিকভাবে ব্যাহত হয়েছে— নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেন ঘুরপথে চলছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় নিহতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, দার্জিলিংয়ের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামীকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে।
Police Action : খোয়াইয়ে নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন