Tripura Transport: সচিবালয়ে পরিবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক, পুরনো ও অকেজো যানবাহনকে স্ক্র্যাপ করার সুযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Transport: সচিবালয়ে পরিবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক, পুরনো ও অকেজো যানবাহনকে স্ক্র্যাপ করার সুযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ

Share This

 


আগরতলা, ২৯ আগস্ট: শুক্রবার রাজ্য সচিবালয়ের কনফারেন্স হল ঘরে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব  ও কমিশনার, পূর্ত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার, ত্রিপুরা হাউজিং বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং রাজ্যের আটটি জেলার পরিবহন দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এই বৈঠকে মূলত আলোচিত হয় "Special Assistance to States for Capital Investment-2024-25" প্রকল্পের অধীনে অনুমোদিত কাজের অগ্রগতি। বিশেষ সহায়তা প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন স্থানে অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কল্যাণপুর, সিধাই মোহনপুর, মনুবাজার, যতনবাড়ি এবং বিশালগড়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট (DPR) প্রণয়নের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় দখলমুক্ত জমির অঙ্গীকারপত্র জমা দেওয়া এবং জমির সীমানা নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।


এছাড়াও বৈঠকে সিধাই মোহনপুরে Registered Vehicles Scrapping Facilities (RVSF) স্থাপনের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। এই প্রকল্প চালু হলে পুরনো ও অকেজো যানবাহন পরিবেশবান্ধব উপায়ে স্ক্র্যাপ করার সুযোগ সৃষ্টি হবে এবং রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দূষণ কমাতে সহায়ক হবে।


বৈঠকে ২০২৫-২৬ অর্থ বছরে পরিবহন দপ্তরের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির রূপরেখা এবং এনফোর্সমেন্ট অভিযানের অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা হয়। কর্মকর্তাদের জানানো হয়, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং যানবাহন সংক্রান্ত আইন বাস্তবায়নে আরও কঠোরতা আনা হবে।


উল্লেখযোগ্য যে, পরিবহন দপ্তরের এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের যোগাযোগ পরিকাঠামো এবং পরিবহন খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad