আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরা সরকার শিক্ষাক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। শিক্ষক নিয়োগ পর্ষদ, ত্রিপুরা (TRBT) শিক্ষা (স্কুল) দপ্তরের অধীনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা থেকে ২২শে অক্টোবর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এই নিয়োগ অনুষ্ঠিত হবে "গ্র্যাজুয়েট টিচার (শ্রেণি IX-X)" পদে, "সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (STGT)-২০২৫" পরীক্ষার মাধ্যমে।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৭০০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে সাধারণ (UR) শ্রেণিতে ৩৬৪টি, তপশিলি জাতি (SC) শ্রেণিতে ১১৯টি এবং তপশিলি জনজাতি (ST) শ্রেণিতে ২১৭টি পদ সংরক্ষিত রয়েছে। এছাড়াও, এই ৭০০টি পদের মধ্যে ২৮টি শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) প্রার্থীদের জন্য সংরক্ষিত, যার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ও স্বল্প দৃষ্টি ১০, আংশিক বধির ও শ্রবণ প্রতিবন্ধী ৯ এবং দেহে অঙ্গহানির কারণে প্রতিবন্ধী ৯ জনের জন্য রাখা হয়েছে। তদুপরি, মোট ১৪টি পদ প্রাক্তন সেনা কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে (UR-৭, SC-১, ST-৬)। নারী প্রার্থীদের ক্ষেত্রেও ৩৩ শতাংশ করে সংরক্ষণ থাকবে, যা সংরক্ষিত শ্রেণি ও অসংরক্ষিত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
যোগ্যতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে— স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ (NCTE) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি.এড ডিগ্রি থাকতে হবে। তবে ৪৫ শতাংশ নম্বরসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন। একই সঙ্গে, যারা ৪ বছর মেয়াদি B.A.Ed অথবা B.Sc.Ed ডিগ্রি অর্জন করেছেন, তারাও আবেদনযোগ্য। শিক্ষা দপ্তর জানিয়েছে, সব পদ অস্থায়ী এবং প্রয়োজনে শূন্যপদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন