Road Accident : লেম্বুছড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ত দপ্তরের কর্মী, ক্ষোভে পথ অবরোধে বসলো স্থানীয়রা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : লেম্বুছড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ত দপ্তরের কর্মী, ক্ষোভে পথ অবরোধে বসলো স্থানীয়রা

Share This

 


আগরতলা, ৩০ আগস্ট : শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ত দপ্তরের কর্মী নান্টু দাস (বয়স আনুমানিক ৩০ বছর)। সকাল প্রায় ১১টা নাগাদ আগরতলা-মোহনপুর সড়কের লেম্বুছড়াস্থিত ফিশারী কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নান্টু দাস বাইকে চেপে অফিসে যোগদানের উদ্দেশ্যে আগরতলার দিকে যাচ্ছিলেন। বাইকের নাম্বার ছিল TR 01A V 6819, সেই সময় পেছন দিক থেকে আসা বড়সড় একটি অজ্ঞাত গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ফলে নান্টু দাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ফায়ার এন ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের পরিবার এবং স্থানীয়রা ফিশারী কলেজের সামনে আগরতলা-খোয়াই সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। তাদের দাবি, দোষী গাড়ি ও চালককে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিনের ঘটনায় রাস্তার দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেখকলার থানার পুলিশ কর্মীরা। পুলিশ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দিতে উদ্যোগ নেয়। প্রশাসনের আশ্বাসে অবশেষে কিছু সময় পর অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী।

এদিকে, পূর্ত দপ্তরের সহকর্মী ও পরিচিত মহলে নান্টু দাসের অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ কর্মীর এমন করুণ মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় দোষী গাড়িটি। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং দুর্ঘটনাজনিত মামলাও দায়ের করা হয়েছে।

এই ঘটনায় আবারও সামনে এল রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। অবহেলাজনিত গাড়ি চালনা এবং অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। নান্টু দাসের অকাল মৃত্যুতে তাঁর পরিবারসহ তার বাড়ি পশ্চিম কামাল ঘাট এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad