PM Modi In China : চীনের তিয়ানজিন শহরে মোদী ও জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক, ভারত-চীন সম্পর্কের অগ্রগতির ওপর জোর দিলেন দুই নেতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

PM Modi In China : চীনের তিয়ানজিন শহরে মোদী ও জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক, ভারত-চীন সম্পর্কের অগ্রগতির ওপর জোর দিলেন দুই নেতা

Share This

 


নতুন দিল্লি, ৩১ আগস্ট : সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-র শীর্ষ বৈঠকের ফাঁকে চীনের তিয়ানজিন শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির ওপর জোর দিয়ে ইতিবাচক দিকগুলি পর্যালোচনা করেন। কাজানে গত বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের যে ইতিবাচক গতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও চীনের মোট ২৮০ কোটি মানুষের স্বার্থ দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভর করে। তাই সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা উভয় দেশের জন্য অত্যন্ত জরুরি। তিনি জানান, পরস্পরের প্রতি সম্মান, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে অক্ষুণ্ণ রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে, রাষ্ট্রপতি শি জিনপিংও সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার পক্ষে মত দেন। 


এই বৈঠককে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে কূটনৈতিক মহল মনে করছে। কারণ, সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে ভারত ও চীনের মধ্যে মতপার্থক্য থাকলেও, এই বৈঠক পারস্পরিক আস্থা বৃদ্ধির পথে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 


বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিয়ানজিনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রবাসী ভারতীয়দের ভারতের উন্নয়নযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে জানান, দেশের অগ্রগতি ও সাফল্যের পেছনে প্রবাসী ভারতীয়দের অবদানও সমান গুরুত্বপূর্ণ। 


সার্বিকভাবে এই সফরকে ফলপ্রসূ ও ইতিবাচক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আশা প্রকাশ করেছেন, ভারত-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও সহযোগিতামূলক ও গঠনমূলক হবে।




Road Accident : লেম্বুছড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ত দপ্তরের কর্মী, ক্ষোভে পথ অবরোধে বসলো স্থানীয়রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad