Afghanistan Earthquake : আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে অন্তত ৮০০ জনের মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Afghanistan Earthquake : আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে অন্তত ৮০০ জনের মৃত্যু

Share This

 


নতুন দিল্লি, ০১ সেপ্টেম্বর : আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। রবিবার গভীর রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে নানগরহার প্রদেশের জালালাবাদ শহরের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৮০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ হাজার ৫০০ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নুরগুল, সোকি, ওয়াতপুর, মানোগি ও চাপাদারে এলাকা। এসব অঞ্চলে শত শত ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয় মানুষজন, নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলি একযোগে কাজ করছে।  আহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। 


জাতিসংঘ ইতোমধ্যেই জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সহায়তা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত, ইরান, পাকিস্তানসহ বিভিন্ন দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানের মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, ভারত দ্রুত মানবিক সহায়তা পাঠাবে। 


কুনার প্রদেশ পাহাড়ি ও দুর্গম হওয়ায় সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষ সমস্যা তৈরি হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকায় এখনও পৌঁছানো যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসা ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জরুরি হয়ে পড়েছে। 


এই ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কান্না ও আর্তনাদে শোকাচ্ছন্ন হয়ে উঠেছে পুরো কুনার প্রদেশ।





PM Modi In China : চীনের তিয়ানজিন শহরে মোদী ও  জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক, ভারত-চীন সম্পর্কের অগ্রগতির ওপর জোর দিলেন দুই নেতা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad