আগরতলা, ০১ সেপ্টেম্বর : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের নোটিফিকেশন নম্বর F.10 (1-4)-Rectt./TPSC/2016 অনুসারে জানানো হয়েছে যে, রাজ্যের স্বরাষ্ট্র (GA-P&T) দপ্তরের অধীনে TCS ও TPS গ্রেড-II পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার ও ব্যক্তিত্ব পরীক্ষার আয়োজন করা হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী এই সাক্ষাৎকার শুরু হবে আগামী ৪ঠা নভেম্বর, ২০২৫ থেকে।
এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। কমিশনের পূর্ববর্তী বিজ্ঞপ্তি (নম্বর 04/2016) ৩০শে এপ্রিল, ২০১৬ তারিখে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ৯ই জুলাই, ২০১৯ এ একটি সংশোধনী জারি করা হয়। এরপর ২৪শে ফেব্রুয়ারি, ৮ই জুলাই, ২৪শে আগস্ট এবং ২২শে সেপ্টেম্বর, ২০২০ তারিখে ধারাবাহিকভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়। তবে আইনি জটিলতার কারণে প্রক্রিয়া আটকে ছিল।
ত্রিপুরা উচ্চ আদালতের একক বেঞ্চ ১৪ই মে, ২০১৯ তারিখে WP(C) 831 of 2018 মামলার রায়ে যে নির্দেশ দেন, তা পরবর্তীতে বিভাগীয় বেঞ্চও বহাল রাখে। এরপরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট সম্প্রতি ২৮শে আগস্ট, ২০২৫ তারিখে (CA-4467-4468/2023, CA-4469/2023 ও CA-4471/2023) রায় প্রদান করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমোদন দেয়।
কমিশন জানিয়েছে, প্রোভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এবং বিস্তারিত কর্মসূচি খুব শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রার্থীদের সময়মতো ওয়েবসাইট পরিদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, অপ্রত্যাশিত বা অনিবার্য পরিস্থিতি দেখা দিলে সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন বা পুনঃনির্ধারণের ক্ষমতা কমিশনের হাতে থাকবে। এ প্রসঙ্গে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিব এস. মগ (IAS) সাক্ষরিত নোটিফিকেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
Afghanistan Earthquake : আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে অন্তত ৮০০ জনের মৃত্যু


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন