Advance Salary : দুর্গাপূজা উপলক্ষে কর্মচারীদের অগ্রিম বেতন দেবে রাজ্য সরকার, ১লা অক্টোবরের বদলে বেতন মিলবে ২৬ সেপ্টেম্বর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Advance Salary : দুর্গাপূজা উপলক্ষে কর্মচারীদের অগ্রিম বেতন দেবে রাজ্য সরকার, ১লা অক্টোবরের বদলে বেতন মিলবে ২৬ সেপ্টেম্বর

Share This

আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের বেতন অগ্রিম প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কর্মীদের হাতে পৌঁছে যাবে।

 আগরতলা, ০২ সেপ্টেম্বর : রাজ্য সরকারী কর্মচারী ও রাজ্যের বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSUs)-এর কর্মীদের জন্য সুখবর। আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের বেতন অগ্রিম প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কর্মীদের হাতে পৌঁছে যাবে। স্বাভাবিক নিয়মে অক্টোবর মাসের প্রথম তারিখে বেতন প্রদান করা হলেও, পূজা উপলক্ষে ছুটি শুরু হওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের আগেই বেতন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত দফতর আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে। তাই কর্মচারীরা যাতে উৎসবের মরশুমে আর্থিক অসুবিধায় না পড়েন, সেই বিষয়টি মাথায় রেখেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। 

ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দফতরের সচিব, বিশেষ সচিব, প্রধান দফতরপ্রধান এবং জেলার অন্তর্গত সমস্ত ট্রেজারি ও সাব-ট্রেজারি অফিসকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে, রাজ্যের রাজ্যপালের সচিব, মুখ্যমন্ত্রীর সচিব, অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং বিধানসভার সচিবালয় সহ বিভিন্ন উচ্চপদস্থ দফতরকেও বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। 


এছাড়াও, এই নির্দেশ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জাতীয়কৃত ও আঞ্চলিক ব্যাংক যেমন—স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শুধুমাত্র কর্মচারীরাই নন, রাজ্যের পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীরাও উৎসব উপলক্ষে আর্থিক সুবিধা পাবেন। 


অর্থ দপ্তরের তরফে আন্ডার সেক্রেটারি দিনেশ দেববর্মা এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। সরকারের এই সিদ্ধান্তে কর্মচারী মহলে উৎসবের আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে বলেই মনে করা হচ্ছে।





TPSC Notification : কাটলো আদালতের জটিলতা, টিসিএস/টিপিএস এর মৌখিক পরীক্ষা আগামী ৪ঠা নভেম্বর থেকে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad