![]() |
| শাসক-বিরোধী দ্বন্দ্বের আবহে এবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুললেন শান্তিরবাজার আসনের তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। |
আগরতলা, ০২ সেপ্টেম্বর : রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে সোমবার রাতের এক ঘটনা। শাসক-বিরোধী দ্বন্দ্বের আবহে এবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুললেন শান্তিরবাজার আসনের তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। তিনি ২ সেপ্টেম্বর এনসিসি থানায় দায়ের করা এফআইআরে জানিয়েছেন, সোমবার (০১.০৯.২০২৫) রাত প্রায় ১০টার সময় তিনি নিজের সরকারি কোয়ার্টার নং-২০৯ (এমএলএ হোস্টেল, আইএলএস হাসপাতালের নিকট) পরিবারের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই তিনজন ব্যক্তি সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।
অভিযোগ অনুযায়ী, বিধায়কের অনুরোধ সত্ত্বেও তারা শান্ত হয়ে স্থান ত্যাগ না করে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মারাত্মক হুমকি দেয়। ফিলিপ রিয়াং-এর দাবি, ওই তিনজন প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেয় এবং আরও লোকজন এনে তাঁর পরিবার-পরিজনসহ খুন করার ভয় দেখায়।
এই আকস্মিক ঘটনায় চরম অসুরক্ষিত বোধ করে বিধায়ক শ্রী রিয়াং তৎক্ষণাৎ নিজের জীবন বাঁচাতে বাধ্য হয়ে নাকি সহকর্মী বিধায়ক বিশ্বজিৎ কলাইয়ের সরকারি বাসভবনে আশ্রয় নেন। এফআইআরে তিনি উল্লেখ করেছেন, এ ঘটনা ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা তাঁর প্রাণহানির দিকে নিয়ে যেতে পারত।
অভিযুক্তদের মধ্যে প্রধান দু’জনের নামও তিনি পুলিশকে জানিয়েছেন প্রতিক দেববর্মা ও অপর জনের নাম অজয়।
ঘটনার পরদিনই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে। তিপ্রা মথার ছয় বিধায়ক এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন। তাঁরা ঘটনাটির বিস্তারিত বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এবং এমএলএ হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করার অনুরোধ জানান।
মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, হোস্টেলের নিরাপত্তা জোরদার করারও আশ্বাস দেন তিনি।
রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনা বর্তমানে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী শিবিরের অভিযোগ, এ ঘটনায় আইনশৃঙ্খলার দুর্বল চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে, শাসক দল এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনার পর এমএলএ হোস্টেল ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন