![]() |
বর্তমানে NPS-এ অন্তর্ভুক্ত আছেন, তাঁরা UPS-এ স্থানান্তরিত হওয়ার জন্য Subscriber Migration Form (Form A2) জমা দিতে পারবেন। এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ নির্ধারণ করা হয়েছে। |
আগরতলা, ০৩ সেপ্টেম্বর : ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর বুধবার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল। রাজ্যের অর্থ দপ্তরের তরফে এক নোটিফিকেশনে জানানো হয়েছে যে, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর আওতাধীন অল ইন্ডিয়া সার্ভিসের (AIS) অফিসাররা ইচ্ছা করলে একীভূত পেনশন স্কিমে (Unified Pension Scheme-UPS) যোগ দিতে পারবেন।
দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা ০১ জানুয়ারি ২০০৪ বা তার পর থেকে পরিষেবায় যোগদান করেছেন এবং বর্তমানে NPS-এ অন্তর্ভুক্ত আছেন, তাঁরা UPS-এ স্থানান্তরিত হওয়ার জন্য Subscriber Migration Form (Form A2) জমা দিতে পারবেন। এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ইচ্ছুক সদস্যদের দ্রুত পূর্ণাঙ্গ ফর্মটি তাঁদের নিজ নিজ ট্রেজারি অথবা সাব-ট্রেজারি অফিসে জমা দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সচিব, বিভাগীয় প্রধান, ট্রেজারি অফিসার, সাব-ট্রেজারি অফিসার এবং ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের (DDO) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে যে, প্রতিটি বিভাগীয় সচিবকে অধস্তন অফিসারদের মধ্যে এই তথ্য প্রচার করতে হবে। একইসঙ্গে, প্রতিটি ডিডিওকে তাদের অধিক্ষেত্রভুক্ত AIS অফিসারদের দ্রুত অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সময়মতো সঠিকভাবে ফর্ম জমা দেওয়া সম্ভব হয়।
অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, এ ধরনের পদক্ষেপ কর্মীদের সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একীভূত পেনশন স্কিমে যোগ দিলে অবসরকালীন নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং কর্মীরা দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার সুবিধা পাবেন।
তবে এই নোটিফিকেশনে এনপিএস ভুক্ত রাজ্য সরকারের কর্মচারীদের বিষয়ে, সুনির্দিষ্ট কিছু উল্লেখ না থাকাতে, কর্মচারী মহলে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এনপিএস ভুক্ত রাজ্য সরকারের বিশাল অংশের কর্মচারীরাও ইউপিএস এর আওতাভুক্ত হওয়ার জন্য আগ্রহী বলে খবর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন