আগরতলা, ৪ সেপ্টেম্বর : আগামী শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫, ৬৪তম শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়কে বিশেষ পুরস্কার প্রদান করবে সরকার। বিদ্যালয়গুলির শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, পরীক্ষার ফলাফল, উপস্থিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১টি বিভাগে সেরা বিদ্যালয় মনোনীত হয়েছে।
উপস্থিতির ক্ষেত্রে সেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দুধপুর হাই স্কুল (ঊনকোটি জেলা)। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার পাচ্ছে কাঁঠালিয়া গার্লস হাই স্কুল (সিপাহিজলা) এবং সিবিএসই পরীক্ষার ফলাফলে সেরা বিদ্যালয় হয়েছে রাজারনগর কলোনী হাই স্কুল (দক্ষিণ ত্রিপুরা)। ক্রীড়াক্ষেত্রে সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে পিএম শ্রী নবগ্রাম হাই স্কুল (পশ্চিম জেলা)। সাংস্কৃতিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গোল্ডেন ভ্যালি হাই স্কুল (উত্তর জেলা) এবং তেলিয়ামুড়া হাই স্কুল (খোয়াই জেলা)।
এবছর পিএম পোষণ কর্মসূচি বাস্তবায়নে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে একাধিক বিদ্যালয়—ওয়েস্ট দলুছড়া হাই স্কুল (ধলাই), পিএম শ্রী জ্ঞানদয় ইংলিশ মিডিয়াম স্কুল (দক্ষিণ), পিএম শ্রী রাধা কিশোর ইনস্টিটিউশন (ঊনকোটি), সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল (পশ্চিম) ও কিরীট বিক্রম ইনস্টিটিউশন (গোমতী)।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সেরা বিদ্যালয় হিসাবে মনোনীত হয়েছে পিএম শ্রী সাব্রুম গার্লস হাই স্কুল (দক্ষিণ), মুঙ্গিয়াবাড়ি হাই স্কুল (খোয়াই) ও ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল (পশ্চিম)। পরিষ্কার-পরিচ্ছন্নতায় অগ্রণী ভূমিকার জন্য পুরস্কার পাচ্ছে রতন রোয়া পাড়া হাই স্কুল (ধলাই) ও ওয়েস্ট বোকাফা হাই স্কুল (দক্ষিণ)। সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ভগৎ সিং ইংলিশ মিডিয়াম হাই স্কুল (পশ্চিম জেলা)। তাছাড়া, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় (গোমতী)-কে শ্রেষ্ঠ সরকারি ডিগ্রি কলেজ এবং ট্রাইপাড অ্যাডসি পলিটেকনিক ইন্সটিটিউশন (পশ্চিম)-কে শ্রেষ্ঠ পলিটেকনিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ‘গ্রিন ইনিশিয়েটিভস’-এ সাফল্যের জন্য পাঁচটি স্কুলকে সম্মানিত করা হবে। এগুলি হল—মেন্দি আওয়ার হাই স্কুল (ধলাই), বীর বিক্রম ইন্সটিটিউশন (উত্তর), রবী গোপাল পাড়া হাই স্কুল (সিপাহিজলা), সরাশিমা হাই স্কুল (দক্ষিণ) এবং ত্রিপুরা লোক শিক্ষালয় হাই স্কুল (পশ্চিম)।
শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে এই বিদ্যালয়গুলিকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন