আগরতলা, ৫ জানুয়ারি : পিকনিকের বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অভাবে আহত হলেন ৬ জন যাত্রী। ঘটনা রবিবার সন্ধ্যায় সিধাই মোহনপুর জগৎপুর চৌমুনী এলাকায়। জানা গেছে আগরতলা থেকে বনভোজন সেরে খোয়াই যাবার সময় জেনারেটর ব্রাস্ট হয়েই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে মোহনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। তারা গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। অগ্নি নির্বাপ দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
মোহনপুরে পিকনিক বাসে জেনারেটর বিস্ফোরণের ফলে আগুন লেগে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এই মর্মান্তিক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যের আরোগ্য কামনা করেন। এই ঘটনার বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, "আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য জি.বি. পন্ত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা যেন দ্রুত এবং সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করতে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।" একই সাথে তিনি পিকনিক উপভোগের সময় সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন