Health Care : আগরতলার ক্যান্সার হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হলো টোটাল থাইরয়েডক্টমির অস্ত্রোপচার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care : আগরতলার ক্যান্সার হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হলো টোটাল থাইরয়েডক্টমির অস্ত্রোপচার

Share This


 আগরতলা, ২৮ নভেম্বর : টোটাল থাইরয়েডক্টমি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে হেড অ্যান্ড নেক অঙ্কোলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গোমতী জেলার ৬৫ বছরের এক বয়স্ক মহিলা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই বছর যাবৎ ভুগছিলেন। এই সমস্যায় তিনি জেলা হাসপাতালে অস্ত্রোপচারের জন্য গেলে চিকিৎসকগণ মহিলার ক্যান্সার স্টেজ-ফোর হয়ে যাবার কারণে উন্নত চিকিৎসার জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে রেফার করেন। আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে আসার পর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীর ব্রঙ্কোস্কোপি ও ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মহিলার থাইরয়েড ক্যান্সার শনাক্ত করেন, যা রোগীর শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে, যার ফলে উনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না। এই অবস্থায় অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের হেড অ্যান্ড নেক অঙ্কোলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে রোগীর শ্বাসনালীতে ইমারজেন্সী ট্র্যাকিওস্টমি পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নেবার ব্যবস্থা করেন। 


হাসপাতালের চিকিৎসকগণ এরপর গত ২২ নভেম্বর ২০২৪ রোগীর শ্বাসনালী কেটে টোটাল থাইরয়েডক্টমি ও ট্র্যাকিয়া রিসেকশন এবং অ্যানাস্টোমোসিস পদ্ধতিতে দীর্ঘ ছয় ঘন্টা ব্যাপী হেড অ্যান্ড নেক অঙ্কোলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম রোগীর শ্বাসনালীতে জটিল এই অস্ত্রোপচার করেন। অঙ্কোলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই ধরনের অস্ত্রোপচার স্টেজ-ফোর ক্যান্সার রোগীর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এই অস্ত্রোপচারে শ্বাসনালী কেটে কৃত্রিমভাবে লাগানো হয়। উক্ত অস্ত্রোপচার টিমে ছিলেন ডাঃ অম্লান দেববর্মা, ডাঃ রাকেশ ত্রিপুরা, ডাঃ রাহুল দে, ডাঃ ভাস্কর রায়, ডাঃ সৈকত সেন, ডাঃ মৌসুমী শীল প্রমুখ। তাছাড়া উক্ত অস্ত্রোপচারে এনেসথিওলজিস্ট ছিলেন ডাঃ দেবাশিস দেবরায় ও ডাঃ মৃণাল দেববর্মা, নার্সিং অফিসার ছিলেন সিরাজ দেববর্মা, পায়েল রায় ও সঞ্জয় দেববর্মা এবং অপারেশন থিয়েটার টেকনিশায়ান ছিলেন অম্লান দাসগুপ্ত, কৃষ্ণ ত্রিপুরা, প্রাণঞ্জল আচার্য, অর্জুন ত্রিপুরা ও বায়থাঙ দেববর্মা।


উল্লেখ্য এই ধরনের অস্ত্রোপচার রাজ্যে এই প্রথম। এর ফলে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে এক নতুন অধ্যায়ের সূচনা হল। বহিরাজ্যের বেসরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ব্যয় সাপেক্ষ। রাজ্যেই বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের হাতে উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করার ফলে রোগীর পরিবার পরিজনেরা অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।




Health Care : আইইসি কার্যক্রমের উপর সচিবালয়ে রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad