মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এন আই টি আগরতলার ৭০৫২৫৯ টাকা দান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এন আই টি আগরতলার ৭০৫২৫৯ টাকা দান

Share This

 


আগরতলা , ০২ জুন :  মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনােলজি ( আগরতলা ) -র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ লক্ষ ৫ হাজার ২৫৯ টাকা দান করা হয় । ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনােলজির অধিকর্তা এইচ কে শর্মা মুখ্যমন্ত্রীর হাতে এই ৭ লক্ষ ৫ হাজার ২৫৯ টাকার চেক তুলে দেন । বর্তমান করােনা অতিমারি প্রতিরােধে এই কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারিগণের একদিনের বেতন থেকে এই অর্থ দান করা হয়েছে । 


     মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনােলজির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে করােনা অতিমারি প্রতিরােধে কলেজের অধিকর্তা , অধ্যাপক , অধ্যাপিকা সহ সকল ছাত্র - ছাত্রীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান । তিনি কলেজের অধিকর্তার কাছ থেকে কলেজের বিষয়ে বিস্তারিত খোজখবর নেন এবং এই কলেজকে আরও ভালােভাবে পরিচালনার পরামর্শ দেন । আলােচনাকালে অধিকর্তা এইচ কে শর্মা মুখ্যমন্ত্রীকে জানান , করােনা অতিমারি প্রতিরােধে এন আই টি আগরতলা রাজ্য সরকারের পাশে রয়েছে । 



আইএলএস ও টিএমসি হাসপাতালে  চিকিৎসা পরিষেবার খরচ নির্দিষ্ট করে দিল সরকার

Post Bottom Ad

Pages