‘মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কীম'-এর সূচনা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

‘মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কীম'-এর সূচনা

Share This

 


আগরতলা, ০২ জুন : বুধবার ‘মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ত্রাণ প্যাকেজ প্রকল্প'-এর সূচনা হল। আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর  উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ জেলা  ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা । 


     এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের এই সঙ্কটময় পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সাত লক্ষ পরিবারকে এক হাজার করে টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করবে। দলমত নির্বিশেষে তা পৌঁছে যাবে সাত লক্ষ পরিবারের কাছে। তিনি আরও বলেন, এই প্যাকেজ ঐতিহাসিক, কারণ এর আগে ত্রিপুরায় এত বড় প্রকল্প গ্রহণ করা হয়নি। রাজ্যের মানুষের প্রতি সরকারের বিশ্বাস রয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়েই সরকার তার কাজ করে চলেছে।


     মুখ্যমন্ত্রী বলেন, যারা অতীতে ছোটখাট প্রাকৃতিক বিপর্যয় সামলাতে ব্যর্থ হয়েছিল তারা আজ কোভিড পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর  সমালোচনা করছে। তগনি বলেন, কারও কল্পনার মধ্যেই ছিল না ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা তা সম্ভব করেছেন। এখন তা নিয়েও কেউ কেউ সমালোচনা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 


     মুখ্যমন্ত্রী আরও বলেন, যুদ্ধ, মহামারী—এই ধরনের স্পর্শকাতর পরিস্থিতিতে সকলের এক থাকা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিছু মানুষ আছে যারা সবেতেই সমালোচনার জন্য মুখিয়ে থাকে। আজকে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে ত্রিপুরা। গুজবে কান না দিয়েই ত্রিপুরার মানুষ কোভিডের টিকা গ্রহণ করেছেন। সমালোচনা, নেতিবাচকতাকে সরিয়ে রেখেই কাজ করে চলেছে সরকার। আশা করি, ইতিবাচক মানসিকতার মাধ্যমেই ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সক্ষম হব।


     উল্লেখ্য, করােনা মহামারীর প্রকোপে এবং এর দ্রুত সংক্রমন প্রতিরােধ করতে করােনা কার্ফু জারি করায় সমাজের একাংশ পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরে তার কথা চিন্তা করেই সরকার  মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কীম AAY , Priority Group , Deserving APL সহ পরিযায়ী শ্রমিক , অটো , রিক্সা , ক্যাব ড্রাইভার , ফুল ব্যবসায়ী , চর্মকার , হকার । ফেরিওয়ালা , বার্বার , জিম ওয়ার্কার , বিউটি পার্লারের কর্মী , শিল্পীমহল , পত্রিকা হকারদের জন্য চালু করে । এই স্কীমে যােগ্য পরিবারকে প্রতিদিন ১০০ টাকা করে সর্বোচ্চ ১০০০ টাকার ড্রই রেশণ বা ক্যাশ সাহায্য করা হবে ।

 

     এই ড্রাই রেশনে যে সমস্ত দ্রব্যাদি রয়েছে : ১ ) চাল ১০ কেজি ( শুধু Deserving APL . দের জন্য ) 

২ ) মসুর ডাল  ২ কেজি 

৩ ) ভােজ্য তেল  ১ লিটার

  ৪) আলু ৩ কেজি

 ৫ ) পেয়াজ  ২ কেজি 

৬ ) সােয়াবিন  ৫০০ গ্রাম 

৭ ) গুড়া হলুদ  ২৫০ গ্রাম

 ৮ ) জিরা ( গুড়া )  ১০০ গ্রাম

 ৯) লবন  ১ কেজি 

মুখ্যমন্ত্রী এদিন নিজের হাতে সুবিধাভোগীদের হাতে এই রেশন সামগ্রীর প্যাকেট তুলে দেন।



Post Bottom Ad

Pages