Delhi Fire Incident : দিল্লীর দ্বারকায় বহুতলের আটতলায় আগুন, ২ শিশু সহ ৩ জনের মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Delhi Fire Incident : দিল্লীর দ্বারকায় বহুতলের আটতলায় আগুন, ২ শিশু সহ ৩ জনের মৃত্যু

Share This


 নতুন দিল্লি, ১০ জুন : দিল্লীর দ্বারকায় সেক্টর ১৩-তে একটি বহুতলের আটতলায় আগুন লেগে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। দমকলের আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে যায়। আগুন লাগার পরই ওই তিনজন নিজেদের বাঁচাতে আটতলা থেকে ঝাঁপ দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 স্থানীয় সুত্রে খবর মঙ্গলবার হঠাৎ ওই বহুতলে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্যান্য তলাতেও। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। অবশ্য দমকল পৌঁছানের আগে ভয়, আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় ওই আবাসনের তিন বাসিন্দা। এতেই তিন জনের মৃত্যু হয়।


মৃতদের প্রতিবেশীর বক্তব্য অনুযায়ী ওই বহুতল আবাসনের আটতলায় আজ আগুন লাগে। যার জেরে ওই ফ্লোরে আটকে পড়ে যশ যাদবের পরিবার। প্রাণ বাঁচাতে যশ যাবদের ১০ বছরের ছেলে ও মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দেয়। তাদের পিছু নেয় বাবাও। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আগুনের মধ্যে আটকে থাকে যাদব পরিবারের আরও দুই সদস্য যশের বড় ছেলে ও স্ত্রী। পরে দমকল এসে তাঁদের উদ্ধার করেছে। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই দুই জন। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা তা জানা সম্ভব হয়নি।




Health Care : জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতিতে সহযোগিতা করবে এইমস


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad