করোণায় বাড়ছে মৃত্যু, উৎকন্ঠায় নিস্তব্ধ হাসপাতাল, মর্গ পাহারা দিতে হাজির পেঁচা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

করোণায় বাড়ছে মৃত্যু, উৎকন্ঠায় নিস্তব্ধ হাসপাতাল, মর্গ পাহারা দিতে হাজির পেঁচা

Share This


 আগরতলা, ২৮ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে তরতর করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । ত্রিপুরাতেও প্রতিদিনই  গড়ে একশ পার করে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যেই রাজ্যের প্রধান হাসপাতাল জিবির মর্গের চারপাশে দেখা দেয় চরম নিস্তব্ধতা । এর মাঝে বুধবার ভোরে দেখা যায় মর্গ পাহারা দিচ্ছে এক বিরল দর্শন পেঁচা।


       হাসপাতাল কর্মীরা সকাল সকাল বিড়ল দর্শন এই পেঁচাকে দেখতে পেয়ে প্রথমে আঁতকে ওঠেন । ছুটে আসেন অন্যান্য কর্মীরা । এর মধ্যেই কেউ বলাবলি শুরু করতে থাকেন মর্গের ভেতর এভাবে পেঁচা ঢুকে যাওয়া কিছুতেই শুভ লক্ষণ নয়। করোনা অতিমারীতে আরো বেশি সতর্ক হতে হবে সবাইকে।


        এমনিতে খুব কম মানুষের আনাগোনাই থাকে হাসপাতালের মর্গে চারপাশে। কিন্তু এদিন বিরল দর্শন পেঁচার আবির্ভাবের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে আগত রোগী ও তাঁদের পরিজনরা ছুটে আসেন পেঁচা দর্শনে। হাসপাতালে তরফ থেকে ইতিমধ্যে খবর দেয়া হয় বনদপ্তরের কর্মীদের । পরে তারা পেঁচাটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। তবে বনদপ্তরের কর্মীদের দাবি ‌এটি লক্ষ্মীপেঁচা।




মানিক্য কান্ডে সরকারের উপর বিশ্বাস রাখলেন মানিক, দেরি না করে বিপ্লব দিলেন তদন্তের নির্দেশ


1 টি মন্তব্য:

Post Bottom Ad