Shaktipith Park : ৫১ শক্তিপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠান পিছিয়ে ১৩ জুলাই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Shaktipith Park : ৫১ শক্তিপীঠ পার্কের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠান পিছিয়ে ১৩ জুলাই

Share This

 


উদয়পুর, ৯ জুলাই : আগামী ১০ জুলাই, ২০২৫ বেলা ১০.৪৫ মিনিটে উদয়পুরের বনদুয়ারস্থিত '৫১ শক্তিপীঠ' পার্কের 'শিলান্যাস' ও 'ভূমি পূজন' অনুষ্ঠানের তারিখ ও সময় রাজ্য সরকার কর্তৃক ধার্য করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কালের প্রাকৃতিক দুর্যোগের কারণবশতঃ উক্ত অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে।

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজ্য সরকার কর্তৃক উক্ত অনুষ্ঠানটি উদয়পুরের বনদুয়ারে আগামী ১৩ জুলাই, ২০২৫ দুপুর ১২ টায় উক্ত স্থানে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।





Disaster Response : বন্যা এবং ভূমিধস প্রতিরোধে আগামীকাল সমগ্র রাজ্যে মহড়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad