Road Accident : চড়িলাম ছেচুড়ীমাই এলাকায় দুই গাড়ির সংঘর্ষ, আহত ২৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : চড়িলাম ছেচুড়ীমাই এলাকায় দুই গাড়ির সংঘর্ষ, আহত ২৩

Share This

 


বিশালগড়, ১১ জানুয়ারি  : সিপাহীজলা জেলার চড়িলাম ছেচুড়ীমাই এলাকায় জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই পিকনিক থেকে বাড়ি ফেরার পথে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে একটি ম্যাক্স গাড়ি ও একটি ছোট যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে।


প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের অভিযোগ, ম্যাক্স গাড়ির চালকের গাফিলতি ও বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পিকনিক থেকে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইচ্ছাকৃতভাবেই বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলেই সংঘর্ষ হয়।


জানা গেছে, সোনামুড়া এলাকা থেকে প্রায় ১৫ জন আত্মীয়-পরিজন নিয়ে একটি ম্যাক্স গাড়িতে করে খুমুলুঙ পিকনিকে গিয়েছিলেন। ফেরার পথে চড়িলাম ছেচুড়ীমাই এলাকায় জাতীয় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ ঘটে। ছোট গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন।


দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





Viksit Bharat : দিল্লির ভারত মন্ডপে অনুষ্ঠিত হবে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর সমাপনী অধিবেশন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad