উদয়পুর, ২৪ ফেব্রুয়ারি: রাতের আঁধারে দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বহু পুরনো কালী মন্দিরের বিগ্রহের হাত। এই ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ জানানোর পরেও দুষ্কৃতিদের পাকড়াও করতে কোন তৎপরতা নেই পুলিশের। এর প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধে নামে ধর্মপ্রাণ মানুষ। ঘটনা উদয়পুরের শালগড়া এলাকায়। এই অবরোধের পরেই নড়ে চড়ে বসে পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারে করা হবে বলে আশ্বস্ত করা হয় অবরোধকারীদের।
ঘটনার বিবরণে প্রকাশ উদয়পুরের শালগড়া এলাকায় গত ২১শে ফেব্রুয়ারি রাতে কে বা কারা স্থানীয় পুরনো কালী মন্দিরের দেবী মূর্তির হাত ভেঙে দেয়। এমনিতেই নির্বাচনোত্তর কিছু বিক্ষিপ্ত ঘটনায় রাজ্যের সর্বত্রই চাপা উত্তেজনা বিরাজ করছে, এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মত এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তাঁরা অভিযোগ জানায় স্থানীয় থানায়। অভিযোগ এখন পর্যন্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোন পদক্ষেপে গ্রহণ করেনি পুলিশ।
এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শুক্রবার হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে উদয়পুরের শালগড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে ছুটে যায়। আন্দোলনকারীরা দাবি করেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। পাশাপাশি বহু পুরনো এই মন্দিরের বিগ্রহকে নতুনভাবে গড়ে তোলাতে প্রশাসনের সহযোগিতা দাবি করেন আন্দোলনকারীরা। অন্যদিকে পুলিশকর্তারা তাঁদের আশ্বস্ত করেছেন ৪৮ ঘণ্টার মধ্যেই আন্দোলনকারীদের দাবি পূরণে পদক্ষেপ গ্রহণ করা হবে।
Crime : গভীর রাতে উদয়পুর মহারানী থেকে অপহৃত দুই নাবালিকা, গ্রেপ্তার ৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন