Crime : উশৃঙ্খল ছেলের দায়ের কোপে শরীর থেকে আলাদা হলো বৃদ্ধা মায়ের হাত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : উশৃঙ্খল ছেলের দায়ের কোপে শরীর থেকে আলাদা হলো বৃদ্ধা মায়ের হাত

Share This


 উদয়পুর, ২৫ ফেব্রুয়ারি : উশৃঙ্খল ছেলের দায়ের কোপে শরীর থেকে আলাদা হলো বৃদ্ধা মায়ের হাত।ঘটনা গোমতী জেলার উদয়পুর গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত পাউরামুড়া স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে হঠাৎ নমিতা ঘোষ (৭৫) কে দা দিয়ে আঘাত করে নমিতা ঘোষের ছেলে বিমল ঘোষ। ছেলের দা-য়ের আঘাতে মা নমিতা ঘোষের এক হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। গভীর রাতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজনেররা ছুটে আসে নমিতা ঘোষের বাড়িতে সেইখানে প্রচুর রক্ত এবং নমিতা ঘোষের হাত আলাদা দেখে এলাকাবাসীরা নমিতা ঘোষের ছেলে বিমল ঘোষ কে উত্তম মধ্যম দিলে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিমল ঘোষ। পরবর্তি সময়ে রক্তাক্ত বৃদ্ধা নমিতা ঘোষের পরিবারের অন্যান্য সদস্যরা প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেইখান থেকে সাথে সাথেই রেফার করা হয় জিবি হাসপাতালে।

 

 এইদিকে এই ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছায় গর্জি ফাঁড়ি থানার ওসি দিপু দেববর্মা এস আই কার্তিক দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন অভিযুক্ত বিমল ঘোষ কে খুব অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে।  এইদিকে এই ঘটনার তিব্র নিন্দা জানান পাউরামুড়া এলাকায় গ্রামবাসীরা এবং দোষীকে  কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানান এলাকাবাসীরা। 



Crime : রাতের আঁধারে ভাঙ্গা হলো কালী মূর্তির হাত, প্রতিবাদে সড়ক অবরোধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad