আগরতলা , ২৪ এপ্রিল : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার আই জি এম হাসপাতালে একটি নতুন ব্লাড ব্যাঙ্ক , ওপিডি রেজিস্ট্রেশান কাউন্টার এবং ১০ শয্যা বিশিষ্ট একটি ক্যাজুয়েলিটি ব্লকের উদ্বোধন করে উদ্বোধন করেন। এর আগে তিনি নিজের সরকারি বাসভবনের সামনে এন এইচ আই ডি সি এল - এর দেওয়া ১০ টি নতুন অ্যাডভান্স লাইফ সার্পোট অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
আই জি এম হাসপাতালে নতুন তিনটি পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , বর্তমানে রাজ্যে ৪৫ বছরের উর্ধে ব্যক্তিদের কোভিডের টিকা দেওয়া হচ্ছে । করােনায় একজনও যাতে মারা না যান সে বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ঘােষণা দিয়েছেন আগামী ১ লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ছেলে - মেয়েদেরও কোভিড টিকাকরণ করা হবে । মে ও জুন এই দুইমাস যারা বিপিএল ও অন্ত্যোদয় কার্ড হােল্ডার তাদের বিনামূল্যে চাল দেওয়া হবে । রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করবে ।
মুখ্যমন্ত্রী বলেন , বর্তমানে রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভাল অবস্থায় রয়েছে । আই জি এম হাসপাতালে ক্যাজুয়েলিটি রক চালু করা হয়েছে । এখানে ১০ টি শয্যা রয়েছে । আগে একটিও ছিল না । এখানে এই প্রথমবার সেন্ট্রালাইজড ই - রেজিস্ট্রেশন চালু করা হয়েছে । এতে নতুন দিক খুলে গেছে । আগরতলা সহ রাজ্যবাসী উপকৃত হবেন । নতুন ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত সংরক্ষণ করা যাবে । তিনি বলেন , এবারও আমরা সকলে মিলে কোভিড প্রতিহত করব । এটা যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে । যারা বাইরে থেকে আসবেন তাদের সকলকে টেস্ট করানাে হবে । তিনি বলেন , এই মুহুর্তে দেশের ১০ টি রাজ্যে কোভিডের সংক্রমণ সবচেয়ে বেশি । তাই আমাদের সকলকে আরও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে । কেন্দ্র ও রাজ্যের কোভিড -১৯ এর নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলতে হবে ।
অ্যাডভান্স লাইফ সাপাের্ট অ্যাম্বুলেন্সের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব তাঁর বাসভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন , কোভিড -১৯ মােকাবিলায় কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ৫০ টি লাইফ সাপাের্ট অ্যাম্বুলেস দিয়েছিল । এদিন এখানে থেকে এন এইচ আই ডি সি এল - এর দেওয়া ১০ টি অ্যাম্বুলেন্স রওয়ানা হল । ২ য় পাতায় প্রতিটির মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা । ভেন্টিলেটর ছাড়া এতে মােট ৫৪ টি সুবিধা রয়েছে । এতে জাতীয় সড়ক সংলগ্ন রােগীরা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানের রােগীরাও উপকৃত হবেন ।
বিশেষ অতিথির ভাষণে বিধায়ক ডা . দিলীপ কুমার দাস বলেন , আই জি এম - এ একটি অক্সিজেন প্ল্যান্ট বসানাের উদ্যোগ নেওয়া হবে । সম্মানিত অতিথির ভাষণে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা বলেন , কোভিড চ্যালেঞ্জ মােকাবেলায় দপ্তর প্রস্তুত রয়েছে । আই জি এম হাসপাতালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা . শুভাশিষ দেববর্মা , পরিবার কল্যাণ ও রােগ প্রতিরােধক দপ্তরের অধিকর্তা ডা . রাধা দেববর্মা , জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা . সিদ্ধার্থ শিব জয়সওয়াল , পশ্চিম জেলার জেলাশাসক ডা . শৈলেশ কুমার যাদব , আই জি এম - এর সুপারিন্টেনডেন্ট ডা . অমিতাভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এইচ আই ডি সি এল - এর অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর এ কে কুশহা , জেনারেল ম্যানেজার আর পি সিং , স্বাস্থ্য অধিকর্তা , পরিবার কল্যাণ ও রােগ প্রতিরােধক অধিকর্তা প্রমুখ ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন নুথলাপতি ভেঙ্কট রমন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন